সোরিয়াসিস(psoriasis) রোগের চিকিৎসা

0


সোরিয়েসিসঃ শরীরের স্থানে স্থানে লালচে উদ্ভেদ যার থেকে চলটা বা ভুষির মত পাতলা আবরণ উঠে তাতে চুলকানি হতে পারে নাও হতে পারে এরূপ ক্রনিক চর্ম রোগকে সোরিয়েসিস বলে। চর্ম পরীক্ষার মাধ্যমে রোগটি সম্পর্কে নিশ্চিত হতে হয়।
চিকিৎসা: নিম্নে বর্ণিত লক্ষণ ও তার ঔষধ সমূহ প্রাথমিক ভাবে বিবেচনায় নিয়ে সফল হোমিওপ্যাথি চিকিৎসা করা সম্ভব। প্রায় ৬০% রোগী আরোগ্য হয় ও ৪০% রোগীতে উপশম হয়।
সারা শরিরে বিস্তৃত ২। চুলকায়
৩। সোরিয়াসিসের রঙের পরিবর্তন হয়।
৪। মাখার তালুতে দেখা যায়।


এ সকল ক্ষেত্রে সঠিক হোমিও চিকিৎসা করালে রোগ নিরাময় হবার সম্ভাবনা ৯০%।
সেজুতি হোমিও হল এক্ষেত্রে একাধিক সোরিয়াসিস রোগির চিকিৎসা করে সফলতা অর্জন করেছে।
 ডা: এস কে দাস
এম এসসি, ডিএইচএমএস
০১৮১১৮৯৮০৬১

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top