ম্যাজিক দেখাচ্ছে হোমিওপ্যাথি

0

স্টাফ রিপোর্টার: 

৷ ফুসফুসের ক্যানসার থেকে ‘প্রোস্টেট' বড় হয়ে যাওয়া, ব্রেন টিউমার থেকে পেটের দুরারোগ্য ব্যাধি, হরেক জটিল রোগ সারিয়ে তুলছে৷ এই বার্তা নিয়েই আজ রাজপথে পদযাত্রা করছেন হোমিওপ্যাথি চিকিত্সকরা৷ নেতৃত্বে তপসিয়ার ডি এন দে হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ৷  

উত্তর ২৪ পরগনার রাজারহাট অঞ্চলের বাসিন্দা সুমন দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন৷  সংক্রমণ গলা অবধি ছড়িয়ে পড়ায় খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল সুমনের৷ অ্যালোপ্যাথি চিকিত্সকরা জবাব দিয়ে দিয়েছিলেন৷ কিন্তু হাল ছাড়েননি সুমন৷ সরকারি হোমিওপ্যাথি হাসপাতালে ভর্তি হয়ে চিকিত্সা করিয়েছেন৷ গত চার মাসে অনেকটাই সুস্থ তিনি৷ হাসপাতাল থেকে ছুটি পেয়ে দিব্যি খাওয়া-দাওয়া করছেন৷ উপভোগ করছেন বেঁচে থাকার আনন্দ৷  
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের এক প্রৌঢে়র প্রস্টেট বড় হয়ে যাওয়ায় প্রস্রাবের সঙ্গে ক্রমাগত রক্ত বেরিয়ে যাচ্ছিল৷ চিকিত্সকরা জানিয়েছিলেন, অস্ত্রোপচারের পর মূত্রনালির সঙ্গে ক্যাথিটার পরেই কাটাতে হবে বাকি জীবনটা৷ কিন্তু হোমিওপ্যাথি চিকিত্সায় বিনা অস্ত্রোপচারে সুস্থ হয়ে উঠেছেন তিনি৷ 
বিশ্বজুড়ে হোমিওপ্যাথি চিকিত্সা নিয়ে গবেষণায় তুফান তুলেছেন গবেষকরা৷ প্রমাণ করে দিয়েছেন হোমিওপ্যাথি চিকিত্সাতেও দুরারোগ্য ব্যাধি সেরে উঠছে৷ এই বার্তা সামনে রেখেই আজ শুক্রবার সকালে ট্যাংরা থানা এলাকা থেকে শুরু করে সংলগ্ণ বস্তি এলাকায় প্ল্যাকার্ড সহযোগে পথ মিছিল করবেন ডি এন দে হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা৷ কলেজের অধিকর্তা ডাঃ অখিলেশ খাঁ জানিয়েছেন, শুক্রবার ওয়ার্ল্ড হোমিও ডে'-র পাশাপাশি হোমিওপ্যাথি কলেজের চ৬১তম জন্মজয়ন্তী৷ এই উপলক্ষে ওই কলেজে আলোচনাসভার আয়োজন করা হয়েছে৷ আলোসভায় হোমিওপ্যাথি চিকিত্সা সংক্রান্ত সাম্প্রতিক গবেষণার পাশাপাশি দুরারোগ্য ব্যাধি নিরাময়ে হোমিওপ্যাথির ভূমিকাকে তুলে ধরবেন কলেজের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা৷ দিনভর নানা অনুষ্ঠানের পাশাপাশি কলেজের স্ন্াতকোত্তর বিভাগের ছাত্রছাত্রীদের জন্য এদিন চালু করা হবে ওয়াই-ফাই পরিষেবাও৷ অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি বিধায়ক ডাঃ নির্মল মাজি৷ থাকবেন বিধায়ক তথা ওই কলেজের রোগীকল্যাণ সমিতির সদস্য স্বর্ণকমল সাহা, স্বাস্হ্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডাঃ ভবতোষ বিশ্বাস, সেণ্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি-র সহ সচিব ডাঃ আশিস দত্ত প্রমুখ৷  

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top