অ্যালার্জি সারাতে হোমিও মেডিসিন

0

এলার্জি হলো আমাদের ইমিউন সিস্টেম ডিজঅর্ডারেরই আরেক নাম। আমাদের শরীরে কোনো বাহ্যিক পদার্থ প্রবেশ করিলে এবং শরীর তা সহ্য করতে না পারলে যে প্রতিক্রিয়া হয় তাকেই এলার্জি বলা হয়। 

খুব সাধারণ একটা সমস্যা থেকে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয় অনেকসময়৷ জীবনযাপন পদ্ধতি, দূষণ, খাওয়াদাওয়া অ্যালার্জির অন্যতম কারণ৷ একবার শুরু হলে কমে না সহজে৷ অ্যালার্জি শরীরের একটি অ্যাবনর্মাল রিঅ্যাকশন৷অ্যালার্জির উৎস থেকে দূরে থাকা সমস্যা মুক্তির একমাত্র পথ নয়৷ একগাদা ট্যাবলেট খেলেও এ রোগ সারে না৷ 


 

তবে হোমিওপ্যাথিতে অ্যালার্জির চিকিৎসা খুবই সফল৷ নিয়মিত ওষুধ খেলেই অ্যালার্জি সম্পূর্ণ সারিয়ে তোলা যায়৷ 

হোমিওপ্যাথিতে অ্যালার্জি মুক্তির কথা জানালেন হোমিওপ্যাথ বিশেষজ্ঞ ডা. এস কে দাস। 

 খাবারে অ্যালার্জি: বেশিরভাগ প্রোটিন জাতীয় খাবার, ডিম, চিংড়ি, বেগুন, ওল থেকেই অ্যালার্জি হয়৷ মাংস, ভাজা খাবার খেলেও অ্যালার্জি হয়ে থাকে৷ উপসর্গ: খাবারে অ্যালার্জি থাকলে সেই খাবার খাওয়ার পরেই ব়্যাশ বের হয়৷ ওষুধ থেকে অ্যালার্জিতেও এই সমস্যা হয়৷ দীর্ঘদিন এই ব়্যাশ থাকলে তা থেকে একজিমা হয়ে যেতে পারে৷ অনেক সময় খাবার হজম হয় না৷ ডায়ারিয়া, বমিও হতে পারে৷ [

 কখন কোন ওষুধ: ত্বকে ব়্যাশ, বমি, ডায়ারিয়া হলে খেতে হবে Ars.Alb 30৷ দু-তিনদিন ধরে দিনে তিন বার খেতে হবে৷ যেকোনও খাবার থেকেই অ্যালার্জি হলে এই ওষুধ কাজ করে৷ পুরোপুরি ঠিক করতে দীর্ঘ চিকিৎসার প্রয়োজন৷ এক্ষেত্রে খেতে হবে Cal Carb অথবা Thuja৷ 

ধুলোয় অ্যালার্জি: হাওয়ায় মিশে থাকা ধুলিকণা, ধূমপান, বিভিন্ন সুগন্ধি, রান্নার গন্ধ, ফুলের রেণু থেকে অ্যালার্জি হয়৷ এক্ষেত্রে অ্যালার্জি হলে ত্বকে ব়্যাশ বের হয়৷ বায়ুদূষণ থেকে অ্যালার্জিক রাইনাইটিস হয়৷ অ্যালার্জিক রাইনাইটিস বৃদ্ধি পেলে ব্রঙ্কাইটিসের আকার নেয়৷ বাচ্চাদের এই সমস্যা বেশি হয়৷ বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ শক্তি কম হলে ও সিজারিয়ান শিশুর এই সমস্যা সবচেয়ে বেশি হয়৷ 

 চিকিৎসা: ফুল বা যে কোনও চড়া গন্ধ থেকে অ্যালার্জি হলে খেতে হবে Sang 30৷ সারাদিনে তিন-চারবার দু’তিন দিন ধরে খেলেই উপকার৷ খাবারের গন্ধ থেকে বমি হলে খান Sep, Colch৷ ধুলো, সিগারেটের ধোঁয়া থেকে অ্যালার্জি হলে খান Poth, House Dust, Blata.o. ৷ সারা জীবনের মতো ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পেতে খেতে হবে Sulph, Tub৷

 ড্রাই এয়ার অ্যালার্জি: গরমকালে লু-এর দাপটে বিভিন্ন ধরনের অ্যালার্জির প্রবণতা বাড়ে৷ সূর্যের রশ্মি থেকে ত্বকে অ্যালার্জি হয়৷ ত্বক পু্ড়ে কালো হয়ে যায়৷ ব়্যাশ বেরয়, ত্বক জ্বালা করে৷ এক্ষেত্রে খান Canth, Sol৷ ঘামাচির সমস্যা থেকে বাঁচতে খান Sygiyz৷ লু লেগে জ্বর হলে সবচেয়ে উপকারি ওষুধ Nat.Carb ও Belladonna৷ 

শীত-বর্ষার অ্যালার্জি: বর্ষার স্যাঁতস্যাতে আবহাওয়ায় বা শীতকালে ঠান্ডা হাওয়া থেকেও অ্যালার্জিক রিঅ্যাকশন হয়৷ এক্ষেত্রে ব়্যাশ, সর্দি, কাশি, জ্বর হয়৷ ঠান্ডা হাওয়া থেকে এমন হলে খেতে হবে Acon৷ বর্ষায় জলীয় আবহাওয়ায় (বৃষ্টিতে ভিজে গেলে, গায়ে ঘাম বসলে) অ্যালার্জি হলে সবচেয়ে উপকারী All.cep, Dul, Rhus.t.৷ 

আরো পড়ুন

হোমিও চিকিৎসায় ডায়াবেটিস 

  MSc,DHMS (Dhaka) Whats wp : +8801911334810

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top