ক্যান্সার আক্রান্তদের মধ্যে ফুসফুসের ক্যান্সারের প্রকোপই সবচেয়ে বেশি

0
বাংলাদেশে ক্যান্সার আক্রান্তদের মধ্যে অধিকাংশ রোগীই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন বলে জানাচ্ছে জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট। সংস্থাটি বলছে, বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত পুরুষদের মধ্যে শতকরা প্রায় ২৮ ভাগই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত এবং নারী-পুরুষ মিলিয়ে ফুসফুসের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা প্রায় ১৮ শতাংশ। নানান বয়সী প্রায় ১১ হাজার ক্যান্সার আক্রান্ত নারী ও পুরুষের উপরে গবেষণা করে বাংলাদেশে ক্যান্সারের প্রকোপ বিষয়ে আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট।
জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট হাসপাতালের ক্যান্সার এপিডেমিওলজি বিষয়ক প্রধান ড. হাবিবুল্লাহ তালুকদার বলছেন, ধুমপানকেই ফুসফুসের ক্যান্সারের মূল কারণ হিসেবে তারা দেখেছেন এবং এরপরই রয়েছে বায়ুদূষণ। তবে শুধুমাত্র নারীদের ক্ষেত্রে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি বলে প্রতিবেদনে উঠে এসেছে।
ড. তালুকদার বলছেন, ১০ বছর আগেও এক গবেষণায় তারা দেখেছিলেন বাংলাদেশে নারীদের মধ্যে জরায়ুমুখের ক্যান্সারের প্রকোপটাই বেশি। তবে এখন স্তন ক্যান্সারের রোগীই তারা বেশি দেখতে পাচ্ছেন। সার্বিকভাবে হাসপাতালে ক্যান্সারের রোগীর সংখ্যাও বাড়ছে বলে জানাচ্ছেন ড. তালুকদার।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top