কানে তীব্র ব্যথা

0
কানের ব্যথা অনেক যন্ত্রণাদায়ক। আর নানা কারণে কানে তীব্র ব্যথা হতে পারে যেমন :- কানের ভেতরে ব্রণের সমস্যা, কানে পানি ঢোকা, ব্যাকটেরিয়ার আক্রমণ, ঠাণ্ডা, কানের কোনো রোগ, অ্যালার্জি, ফাঙ্গাস, দুর্ঘটনায় কানে ব্যথা পাওয়া ইত্যাদি। ব্যথার সময় ভুলেও কানে আঙুল কিংবা অন্য কোনো কিছু অথবা কটন বাড জাতীয় জিনিস ঢোকানো যাবে না।
অলিভ অয়েল :-
অলিভ অয়েল গরম করে নিন। কুসুম গরম থাকতে থাকতেই ৩/৪ ফোঁটা অলিভ অয়েল ড্রপার দিয়ে কানের ভেতর দিয়ে দিন। এতে কানের ইনফেকশন জনিত ব্যথা থেকে মুক্তি পাবেন খুব দ্রুত।

কানে ব্যথায় আপনার পছন্দমত উপরের পদ্ধতি ব্যবহার করে উপকৃত হতে পারেন কিন্তু এই প্রাথমিক চেষ্টায় কোনো ফল না হলে বুঝতে হবে সমস্যাটা কঠিন তাই দেরি না করে তখন আপনার চিকিত্সকের সাথে যোগাযোগ করুন।
Dr. s k das

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top